সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত, আহত ১

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার বাইপাস সড়কের মথুরাপুর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মুস্তাফিজুর রহমান সেলিম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় হাফিজ হোসেন (১৮) নামের আরেক তরুণ আহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম আশাশুনি উপজেলার কাপসন্ডা গ্রামের মো. নাসিম উদ্দিন সরদারের ছেলে। আহত হাফিজ সদর উপজেলার দেবনগর গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে মথুরাপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মুস্তাফিজুর রহমান সেলিম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হাফিজ হোসেনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ত্রিদেব দেবনাথ জানান, হাসপাতালে আনার আগেই মুস্তাফিজুর রহমান সেলিমের মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
১১৩ বার পড়া হয়েছে