সর্বশেষ

বিনোদন

‘মুন্নি বদনাম হুই’ ঘিরে খান পরিবারে টানাপোড়েন

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘দাবাং’-এর জনপ্রিয় আইটেম গান ‘মুন্নি বদনাম হুই’ আজও দর্শকের মনে গেঁথে আছে।

তবে এই গানটি ঘিরে একসময় খান পরিবারে অভ্যন্তরীণ মতবিরোধ তৈরি হয়েছিল বলে জানালেন ছবির পরিচালক অভিনব কশ্যপ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনব জানান, গানটিতে পারফর্ম করার প্রস্তাব পেয়ে অভিনেত্রী মালাইকা অরোরা তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেও, তাঁর স্বামী এবং ছবির প্রযোজক আরবাজ খান এতে আপত্তি তুলেছিলেন। কারণ হিসেবে তিনি বলেন, ‘আরবাজ চাননি তাঁর স্ত্রীকে “আইটেম গার্ল” হিসেবে দেখা হোক। এমনকি গানটিতে মালাইকার পোশাক নিয়েও সালমান খানের সঙ্গে মতবিরোধ হয়েছিল।’

অভিনব আরও জানান, ‘মালাইকা ছিলেন আত্মবিশ্বাসী ও স্বাধীনচেতা। তিনি আরবাজকে বোঝান, “এতে কোনো অশ্লীলতা নেই, কেবল নাচ। চারপাশে এত মানুষ, পরিবারের সদস্যরাও আছেন—ডর কিস বাত কি?” শেষ পর্যন্ত আরবাজ রাজি হন, আর গানটি দারুণভাবে সফল হয়।’

পরিচালকের ভাষ্যমতে, মালাইকার অসাধারণ নৃত্য-দক্ষতার কারণেই তাঁকে বেছে নেওয়া হয়েছিল। ‘ছাইয়া ছাইয়া’র মতো গানে আগেও দর্শকের মন জয় করেছিলেন তিনি। অভিনব বলেন, ‘মালাইকা নিয়মিত সিনেমায় অভিনয় করতেন না, কিন্তু তাঁর নাচ দর্শকদের জন্য ছিল বড় আকর্ষণ।’

এছাড়াও, গানটি নিয়ে প্রথমদিকে ভিন্ন পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে সালমান খান নিজেই গানটিতে যুক্ত হওয়ার আগ্রহ দেখান। পরিচালক জানান, ‘আমার পরিকল্পনা ছিল গান শেষে সালমানের প্রবেশ ঘটবে, ঠিক “শোলে”র “মেহবুবা” দৃশ্যের মতো। কিন্তু সালমান গান শুনেই বললেন, “এটাই সেরা গান, আমি থাকতে চাই।” পরে তাঁর অংশ আগেই ঢুকিয়ে দিতে হয়।’

এই পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত হন অভিনেতা সোনু সুদ, যিনি তখন খলনায়কের ভূমিকায় ছিলেন। সোনু পরে এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি তো বলেছিলাম, এ গান আমার, উনি মাঝখানে এলেন কীভাবে? তবে শেষমেশ যা হয়েছে, ভালোই হয়েছে। মানুষ এখনো গানটা মনে রেখেছে।’

উল্লেখ্য, মালাইকা ও আরবাজ ২০১৬ সালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এবং ২০১৭ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। বর্তমানে তাঁদের ছেলে আরহান-কে তাঁরা যৌথভাবে লালন-পালন করছেন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন