সর্বশেষ

জাতীয়

শেখ হাসিনার লকার জব্দ করেছে এনবিআরের গোয়েন্দা সেল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫ ৭:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) পূর্বালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় অভিযান চালিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা একটি লকার জব্দ করেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ব্যাংকের সেনা কল্যাণ ভবনস্থ করপোরেট শাখায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ। তিনি বলেন, "ব্যাংকের ওই শাখায় থাকা একটি লকার জব্দ করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।"

সূত্র জানায়, পূর্বালী ব্যাংকের ওই শাখায় লকার নম্বর ১২৮ শেখ হাসিনার নামে খোলা ছিল। লকারটির দুটি চাবির একটি শেখ হাসিনার কাছে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিআইসির একটি বিশেষ টিম লকারটির বিষয়ে নিশ্চিত হয়ে তা জব্দ করে।

এনবিআরের এক কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এবং প্রয়োজন হলে লকারটি খোলা হবে।

এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন