রাজনীতি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা এবং ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।
ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা উমামা ফাতেমার

স্টাফ রিপোর্টার
বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫ ৭:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা এবং ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সোয়া ৩টার দিকে ফেসবুকে এক পোস্টে উমামা ফাতেমা বলেন, “বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।”
এর আগে, রাত আড়াইটার দিকে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খানও ফেসবুকে এক পোস্টে ফলাফল প্রত্যাখ্যান করেন। তিনি লেখেন, “পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।”
উল্লেখ্য, নির্বাচনের ফল ঘোষণার প্রাথমিক পর্যায়েই কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।
১১৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর