নেপালে সহিংসতা ঠেকাতে রাস্তায় রাস্তায় সেনা টহলে কিছুটা স্বস্তি

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫ ৬:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দুর্নীতিবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে নেপালে ছড়িয়ে পড়া ভয়াবহ সহিংসতার পর পরিস্থিতি স্বাভাবিক করতে রাজধানী কাঠমান্ডুর রাস্তায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দুই দশকের মধ্যে সবচেয়ে সহিংস রূপ নেয় দেশটিতে।
সরকারি দমন-পীড়নে অন্তত ২১ জন নিহত হন। বিক্ষোভকারীরা সংসদ ভবনে অগ্নিসংযোগ করেন। আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন এলাকায়; আগুন দেওয়া হয় সরকারি ভবন, রাজনীতিকদের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে।
বুধবার (১০ সেপ্টেম্বর) এএফপির এক প্রতিবেদক জানান, কাঠমান্ডুর রাস্তায় এখনো ছড়িয়ে আছে পুড়ে যাওয়া গাড়ি ও টায়ারের ধ্বংসাবশেষ। আকাশে দেখা যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলি। সেনাবাহিনী জানিয়েছে, যেকোনো ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে জনগণকে।
প্রায় ৩ কোটি জনসংখ্যার এই হিমালয়কেন্দ্রিক দেশটিতে এমন হঠাৎ সহিংসতায় হতবাক সাধারণ মানুষ। এক সেনাসদস্য জানান, “শহরের পরিস্থিতি এখন অনেকটাই শান্ত, সেনাবাহিনী সর্বত্র মোতায়েন রয়েছে।” তবে গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় তিনি নাম প্রকাশ করেননি।
সহিংসতার এক পর্যায়ে মঙ্গলবার বিক্ষোভকারীরা চারবারের প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির নেতা কেপি শর্মা ওলির বাসভবনে আগুন দেন। এর পরপরই ৭৩ বছর বয়সী এই নেতা পদত্যাগ করেন, যাতে রাজনৈতিক সমাধানের পথ উন্মুক্ত হয়। তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
১১০ বার পড়া হয়েছে