সর্বশেষ

সারাদেশ

বাগেরহাটে ৪ আসন পুনর্বহালের দাবিতে হরতাল ও সড়ক অবরোধ

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট প্রতিনিধি

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫ ৬:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জেলায় চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে শুরু হয়েছে ৪৮ ঘণ্টার হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে, গাছের গুঁড়ি ও বেঞ্চ ফেলে অবরোধ সৃষ্টি করেন নেতাকর্মীরা। এ কর্মসূচি চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

হরতালের শুরুতেই সকাল ৮টা থেকে জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারীরা। সকাল সাড়ে ৮টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে মিছিল করেন নেতাকর্মী ও স্থানীয়রা। এসময় হরতালের পক্ষে স্লোগান দিয়ে তারা নির্বাচন কমিশনকে চারটি আসন ফিরিয়ে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

সড়ক অবরোধের কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বাগেরহাট-খুলনা মহাসড়কের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেসহ জেলার অন্তত ২০টি গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ সৃষ্টি করা হয়েছে। এসব এলাকায় গাছের গুঁড়ি, বেঞ্চ, গাড়ি ও আগুন জ্বালিয়ে রাস্তা বন্ধ করে দেন হরতালকারীরা। অবরোধের আওতায় রয়েছে খুলনা-ঢাকা মহাসড়কের দশানী, নওয়াপাড়া, কাটাখালি, মোল্লাহাট সেতু, বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার, খুলনা-মোংলা মহাসড়কের ফয়লা ও মোংলা বাসস্ট্যান্ডসহ বেশ কয়েকটি পয়েন্ট।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বাগেরহাট জেলায় চারটি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে নির্বাচন কমিশনের চূড়ান্ত সীমানা পুনর্নির্ধারণের গেজেট অনুযায়ী এখন জেলায় তিনটি আসনে নির্বাচন হবে।

নতুন আসন বিন্যাস:
বাগেরহাট-১: বাগেরহাট সদর, চিতলমারী, মোল্লাহাট
বাগেরহাট-২: ফকিরহাট, রামপাল, মোংলা
বাগেরহাট-৩: কচুয়া, মোরেলগঞ্জ, শরণখোলা
পূর্বের আসন বিন্যাস:
বাগেরহাট-১: চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাট
বাগেরহাট-২: বাগেরহাট সদর, কচুয়া
বাগেরহাট-৩: রামপাল, মোংলা
বাগেরহাট-৪: মোরেলগঞ্জ, শরণখোলা

 

সীমানা পুনর্বিন্যাসে এক আসন বিলুপ্ত হওয়ায় স্থানীয় রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। তারা চারটি আসন ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন