হাইকোর্টের আদেশে জাকসু ভিপি পদে প্রার্থী হতে পারবেন অমর্ত্য রায়

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হিসেবে অমর্ত্য রায়ের অংশগ্রহণে আর বাধা নেই।
হাইকোর্টের এক আদেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে, সোমবার (৮ সেপ্টেম্বর) অমর্ত্য রায় হাইকোর্টে একটি রিট দায়ের করেন। এতে তিনি অভিযোগ করেন, তাকে অন্যায়ভাবে প্রার্থিতা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও জাকসু নির্বাচন কমিশনার বরাবর লিগ্যাল নোটিশও পাঠান।
প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ সেশনের এই শিক্ষার্থী ‘সম্প্রীতির ঐক্য’ নামে প্রগতিশীল শিক্ষার্থীদের একটি প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
১০৯ বার পড়া হয়েছে