নেপালে সরকারবিরোধী তীব্র বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ ৯:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নেপালে চলমান সরকারবিরোধী তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি পদত্যাগের ঘোষণা দেন। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, "বর্তমান রাজনৈতিক সংকটের সাংবিধানিক সমাধানে পথ সুগম করতেই এই পদক্ষেপ নিয়েছি।"
সরকারের বিরুদ্ধে দুর্নীতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কড়াকড়ি আরোপের প্রতিবাদে গত সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। আন্দোলনের প্রথম দিনেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯ তরুণ নিহত হন বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। এতে বিক্ষোভ আরও ব্যাপক ও সহিংস রূপ ধারণ করে।
মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভকারীরা বিভিন্ন রাজনৈতিক নেতাদের বাসভবন ও দলীয় কার্যালয় লক্ষ্য করে হামলা চালায়। রাজধানী কাঠমান্ডু ও আশপাশের এলাকায় পাথর নিক্ষেপ, অগ্নিসংযোগ এবং সংঘর্ষের ঘটনা ঘটে।
ললিতপুরে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুঙের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। একইভাবে ভাঁসেপাটিতে উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলের বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতেও হামলা চালানো হয়।
এছাড়া, সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেসের সভাপতি শেরবাহাদুর দেউবার বুদ্বানিলকণ্টার বাসভবনে হামলার চেষ্টা হলেও নিরাপত্তা বাহিনী তা প্রতিহত করতে সক্ষম হয়।
প্রধান বিরোধী দল সিপিএন (মাওইস্ট সেন্টার)-এর চেয়ারম্যান পুষ্পকমল দাহালের খুমলটারে অবস্থিত বাসভবনেও ইটপাটকেল ছোড়ে বিক্ষোভকারীরা।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হলেও দেশটির বিভিন্ন প্রদেশে মুখ্যমন্ত্রী, প্রাদেশিক মন্ত্রী এবং রাজনৈতিক নেতাদের বাড়ি ও কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে।
১০৭ বার পড়া হয়েছে