সর্বশেষ

জাতীয়

ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের সঙ্গে সরাসরি তুলনাযোগ্য না হলেও এটি একটি মডেল হিসেবে কাজ করতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, “যারা ডাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন, তারা সবাই শিক্ষিত সমাজের অংশ। জাতীয় নির্বাচনে এমন পরিবেশ নাও থাকতে পারে, তবে ডাকসু নির্বাচন একটি ভালো উদাহরণ বা মডেল হিসেবে ব্যবহার করা যেতে পারে।”

তিনি আরও জানান, “এখানে যারা প্রিসাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করছেন, তারা সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত। জাতীয় পর্যায়ে ঠিক একই মানের কর্মকর্তা না-ও থাকতে পারেন, কিন্তু নির্বাচনী প্রক্রিয়ার দিক থেকে এটি অবশ্যই একটি মডেল।”

ভোটগ্রহণ চলাকালীন বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা জানান, তারা এখন পর্যন্ত কোনো ‘পাল্টা অভিযোগ’ পাননি। “আমরা উপাচার্যের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, নির্বাচন আয়োজনের প্রস্তুতি ভালোভাবে নেওয়া হয়েছে। মিডিয়াতেও দেখেছি, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই হচ্ছে।”

সভায় মূলত আসন্ন জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি ও প্রশিক্ষণ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান উপদেষ্টা।

ডাকসু নির্বাচন শেষে জাকসু নির্বাচন নিয়ে পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, “অনেক বছর পর এসব নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা চাই এগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় যেন শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হয়।”

সকালের মিডিয়া রিপোর্টগুলো ইতিবাচক ছিল বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন, “সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।”

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন