সর্বশেষ

আন্তর্জাতিক

নেপালে দ্বিতীয় দিনের বিক্ষোভ, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ ৮:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নেপালে টানা দ্বিতীয় দিনের মতো সহিংস বিক্ষোভে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে চলছে ভাঙচুর ও অগ্নিসংযোগ।

বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌদেল এবং প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিক্ষুব্ধ জনতা প্রেসিডেন্টের বাসভবনের ভেতরে ঢুকে ভাঙচুর করছে। একইসঙ্গে সহিংসতা ছড়িয়ে পড়েছে সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল (প্রচণ্ড), শের বাহাদুর দেউবা এবং জ্বালানিমন্ত্রী দীপক খাড়কার বাড়িতেও।

বিক্ষোভের চাপে বর্তমানে সরকারের ভেতরেও ফাটল দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর ওপর পদত্যাগের ব্যাপক চাপ তৈরি হয়েছে, আর বেশ কয়েকজন মন্ত্রী ইতোমধ্যে মন্ত্রিসভা থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন।

এদিকে, উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নেপালে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা নেপালের চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সেখানে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, "নেপাল আমাদের ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী। আমরা আশা করি, সব পক্ষ শান্তি ও সংযম বজায় রেখে সংলাপের মাধ্যমে চলমান সংকটের সমাধানে এগিয়ে আসবে।"

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন