সর্বশেষ

রাজনীতি

ব্যালট বিতরণে অনিচ্ছাকৃত ভুল, পোলিং অফিসার প্রত্যাহার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে অনিচ্ছাকৃতভাবে দুইটি ব্যালট পেপার দেওয়ার ঘটনায় এক পোলিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কার্জন হলের দ্বিতীয় তলায় অবস্থিত অমর একুশে হলের ভোটকেন্দ্রে এক শিক্ষার্থীর হাতে ভুলবশত দুটি ব্যালট তুলে দেন দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসার জিয়াউর রহমান। বিষয়টি সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট ভোটার কর্তৃপক্ষকে অবহিত করলে, তাৎক্ষণিক ব্যবস্থা নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি ছিল নিছক একটি অনিচ্ছাকৃত ভুল, যা অভিযোগকারী ভোটার নিজেও বুঝতে পেরেছেন। তবে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ না করতে এবং স্বচ্ছতা বজায় রাখতে কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে পোলিং অফিসারকে নির্বাচন দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে অঙ্গীকারবদ্ধ এবং যেকোনো অনিয়মের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে।”

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন