নেপালে নিহত বেড়ে ১৯, বাংলাদেশ-নেপাল ম্যাচ বাতিল, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
নেপালের রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে চলমান ছাত্র-জনতার দুর্নীতিবিরোধী বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়।
কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১৯ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন অন্তত ৩৪৭ জন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
এই পরিস্থিতির প্রেক্ষিতে বাতিল করা হয়েছে বাংলাদেশ ও নেপালের মধ্যকার দ্বিতীয় প্রীতি ফুটবল ম্যাচ। সোমবার (৮ সেপ্টেম্বর) ম্যাচটি হওয়ার কথা ছিল। এর আগে অনুষ্ঠিত প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, দেশের প্রতিনিধিত্বকারী দলের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সহিংসতার কারণে সোমবার দলের নির্ধারিত অনুশীলন বাতিল করা হয়েছে এবং ফুটবলাররা আপাতত টিম হোটেলেই অবস্থান করছেন।
বাফুফে এক বিবৃতিতে জানিয়েছে, “ফেডারেশন কাঠমান্ডুর সাম্প্রতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দলের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (ANFA) এবং বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। দলের সকল সদস্য বর্তমানে নিরাপদে আছেন।”
জানা গেছে, যত দ্রুত সম্ভব দলের সদস্যদের নিরাপদে দেশে ফেরানোর প্রস্তুতি নিচ্ছে বাফুফে।
নেপালের বিভিন্ন অঞ্চলে দুর্নীতিবিরোধী আন্দোলনের সূত্রপাত হলে সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে বিধিনিষেধ আরোপ করে। এর ফলে আন্দোলন আরও ব্যাপক আকার ধারণ করে। রাজধানী কাঠমান্ডু ছাড়াও পোখারা, বুতোয়াল, ভারতপুর ও ইতাহারি শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এদিকে, পরিস্থিতির ক্রমেই অবনতি হওয়ায় নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
বৈঠকে উপস্থিত একজন মন্ত্রীর বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, সোমবার বিক্ষোভকালে কাঠমান্ডুতে ১৭ জন এবং ইটাহরিতে দুজন নিহত হওয়ার পর নৈতিক দায় স্বীকার করে তিনি পদত্যাগ করেছেন।
এর আগে দিনের শুরুতে নেপালি কংগ্রেসের কার্যালয়ের কর্মকর্তাদের বৈঠকে কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা এবং বিশ্ব প্রকাশ শর্মা নৈতিক কারণে লেখকের পদত্যাগের দাবি জানান।
রমেশ লেখককে গত ২০২৪ সালের ১৫ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
১১৭ বার পড়া হয়েছে