নেপালে বিক্ষোভে অনিশ্চয়তায় বাংলাদেশ দল হোটেলে অবরুদ্ধ

সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ ১:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
নেপালে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও ছাত্র আন্দোলনের মধ্যে অনিশ্চয়তার মুখে পড়েছে সেখানে সফররত বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
দ্বিতীয় প্রীতি ম্যাচের আগে সোমবারের অনুশীলন স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফে এক বিজ্ঞপ্তিতে জানায়, রাজধানী কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামের আশপাশে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে অনুশীলনে যাওয়া সম্ভব হয়নি। খেলোয়াড়রা বর্তমানে টিম হোটেলেই নিরাপদে অবস্থান করছেন।
বাফুফে জানিয়েছে, দলের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ, অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (ANFA) এবং বাংলাদেশ দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখা হচ্ছে।
ফেডারেশনের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানান, সোমবার বিকেল ৩টায় দলের অনুশীলন নির্ধারিত ছিল। খেলোয়াড়রা হোটেল লবিতে এলেও জানা যায়, স্টেডিয়ামের আশপাশে বিক্ষোভ চলছে। এ অবস্থায় অনুশীলন বাতিল করা হয়।
এছাড়া প্রি-ম্যাচ সংবাদ সম্মেলনও হোটেলেই আয়োজন করা হয়েছে। প্রথম প্রীতি ম্যাচটি ইতোমধ্যে সম্পন্ন হলেও, মঙ্গলবার নির্ধারিত দ্বিতীয় ম্যাচটি অনিশ্চয়তার মুখে রয়েছে।
বাফুফে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে— তারা যেন শান্ত থাকেন এবং অফিসিয়াল উৎস থেকে পাওয়া তথ্যের জন্য অপেক্ষা করেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দলের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং গণমাধ্যমে নিয়মিত আপডেট জানানো হবে।
১১২ বার পড়া হয়েছে