পুলিশ ক্যাডারে ৫৯ কর্মকর্তার পদোন্নতি, জনস্বার্থে কার্যকর আদেশ

সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ ১:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
বিসিএস (পুলিশ) ক্যাডারের ৫৯ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা বিসিএসের ৩৪তম, ৩৫তম ও ৩৬তম ব্যাচের সদস্য এবং বিভাগীয়ভাবে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, "জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।" একইসঙ্গে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে পুলিশ বাহিনীতে জনবল বাড়ানোর অংশ হিসেবে আরও চার হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
সম্প্রতি সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, নতুন এএসআইদের অর্ধেক সরাসরি নিয়োগ এবং বাকি অর্ধেক পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।
১০৭ বার পড়া হয়েছে