সর্বশেষ

জাতীয়

জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুত সেনাবাহিনী, নির্দেশনার অপেক্ষায় সেনাসদর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ ১:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী পূর্ণ প্রস্তুতি নিয়ে অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।

তবে এখনো নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পাওয়া যায়নি বলে জানান তিনি।

সোমবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক ব্রিফিংয়ে কর্নেল শফিকুল ইসলাম বলেন, "নির্বাচন কমিশনের দিকনির্দেশনার ভিত্তিতে আমরা মাঠে কাজ করব। ইতোমধ্যে আমাদের নিজস্ব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। আশা করছি শিগগিরই কমিশনের পক্ষ থেকে নির্দেশনা পাওয়া যাবে।"

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, "এটা শুধু সেনাবাহিনীর একার দায়িত্ব নয়। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও একসঙ্গে কাজ করতে হবে। কোথাও কোথাও সমন্বয়ের অভাব দেখা গেছে, যেমন—পুলিশ বা সেনাবাহিনীর কেউ জানে না, তখন কিছুটা দেরি হয়। তবে সেনাবাহিনী মাঠে নামলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।"

সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ছড়িয়ে পড়া গণপিটুনি বা 'মব লিঞ্চিং' ইস্যুতে কর্নেল শফিকুল বলেন, "সোর্স থেকে তথ্য পেতে দেরি হলে ঘটনাস্থলে পৌঁছাতেও সময় লাগে। তবে সেনাবাহিনী উপস্থিত থাকলে কখনোই মব গঠন হতে দেওয়া হয়নি।"

রাজবাড়ীতে কবর থেকে লাশ উত্তোলনের ঘটনায় সেনাবাহিনী দেরিতে পৌঁছানোর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "সেনাবাহিনী পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।"

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন