সর্বশেষ

আন্তর্জাতিক

নেপালে জেন–জির বিক্ষোভ, কাঠমান্ডুতে নিহত ১৪

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ ১২:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সামাজিকমাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে নেপালে ব্যাপক গণবিক্ষোভ শুরু হয়েছে।

রাজধানী কাঠমান্ডুতে সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার।

সোমবার সকালে কাঠমান্ডুর বাণেশ্বর এলাকায় প্রথম বিক্ষোভ শুরু হয়, যা দ্রুত শহরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। মূলত, তরুণ প্রজন্ম—বিশেষ করে জেনারেশন জি—এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম এবং কাঠমান্ডু পোস্ট জানায়, সম্প্রতি নেপাল সরকার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্সসহ ২৬টি সামাজিকমাধ্যম বন্ধ করে দিয়েছে। এর পরই তরুণদের মধ্যে ক্ষোভ বিস্ফোরিত হয় এবং তারা রাস্তায় নেমে আসে। আন্দোলন দমন করতে পুলিশ ও সেনাবাহিনী জলকামান, টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করছে। বিক্ষোভকারীরাও লাঠি, গাছের ডাল ও পানির বোতল নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীদের একটি অংশ পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে। এ ছাড়া সরকারবিরোধী স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাজধানী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডু জেলা প্রশাসন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ জারি করেছে। তবে কারফিউ অমান্য করে অনেক জায়গায় জনতা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।

বিশেষভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রেসিডেন্টের সরকারি বাসভবন ‘শীতল নিবাস’, ভাইস প্রেসিডেন্টের বাসভবন, রাজপ্রাসাদ ‘সিংহ দরবার’, প্রধানমন্ত্রীর বাসভবনসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে।

বিক্ষোভ এখন পর্যন্ত কাঠমান্ডু কেন্দ্রিক হলেও এর প্রভাব দেশজুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্দোলনকারীরা জানিয়েছে, দাবি মানা না হলে আন্দোলন আরও বিস্তৃত হবে।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন