সর্বশেষ

সারাদেশ

৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কিশোর আটক

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ২:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের মহেশপুরে তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সবুজ (১৫) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকেলে উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশুটির মা জানান, দুপুরে পরিবারের সবাই একসাথে বসে খাবার খাচ্ছিলেন। এ সময় সবুজ তাদের বাড়িতে এসে ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে শিশুর চিৎকার শুনে তিনি দৌড়ে যান। শিশুটি কাঁদতে কাঁদতে জানায়, সবুজ তাকে ধর্ষণের চেষ্টা করেছে।

শিশুটির মা অভিযোগ করেন, সবুজ শিশুটির সাথে খারাপ কিছু করলে শিশুটি ব্যথায় কান্নাকাটি শুরু করে। পরে দ্রুত তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেন।

ঘটনার পর স্থানীয় লোকজন সবুজকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। শিশু ধর্ষণ চে*ষ্টা মামলায় আসামী সবুজকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

তিনি আরও বলেন, শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

২৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন