বিস্ফোরণ মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বাকীবিল্লাহকে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৭ সেপ্টেম্বর) ভোররাতে ভাঙ্গুড়া পৌর শহরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। তিনি পার-ভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা এবং একাধিকবার উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, চলতি বছরের মে মাসে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নে বিএনপির কার্যালয় এবং দলটির আহ্বায়ক মোজাম্মেল হকের ব্যক্তিগত অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১২ মে বিএনপি নেতা ময়ছের আলী বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।
মামলায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মোট ১৮ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়।
ওসি শফিকুল ইসলাম আরও জানান, মামলাটির তদন্ত চলাকালে আওয়ামী লীগ নেতা বাকীবিল্লাহর সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে রবিবার দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১১৫ বার পড়া হয়েছে