সর্বশেষ

সারাদেশ

মাছ ধরার ছলে নৌপথে ডাকাতি, অস্ত্রসহ ৮ জন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের নদী ও সাগরপথে ফিশিং বোটে ডাকাতি করতো এমন একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের আট সদস্যকে আটক করেছে নৌ পুলিশ।

অভিযানে দেশীয় অস্ত্রসহ লুট করা মোবাইল ফোন ও দুটি মাছ ধরার নৌকাও জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ চক্রটি মূলত মাছ ধরার ট্রলারগুলোকে লক্ষ্য করে ডাকাতি করতো।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের পুরাতন ফিশারিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে নৌ পুলিশ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়।

গ্রেফতারকৃতরা হলেন:
হরি চন্দ্র দাস (৪০), মো. আসিফ উদ্দিন (২২), মো. ফাহাদ আহাম্মদ (২০), তাপস ধর (২৫), পরিমল সাহা (৪৮), মো. নবী (২৮), মো. রাজীব (২৫) এবং মো. হৃদয় (২০)। তারা চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও নোয়াখালীর বিভিন্ন এলাকার বাসিন্দা।

নৌ পুলিশের সহকারী কমিশনার সাঈদ ইবনে রেজা বলেন, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, হরি চন্দ্র দাস চক্রটির নেতৃত্ব দিতেন। তার মালিকানাধীন নৌযানে ডাকাতির প্রস্তুতি চলছিল। অভিযানকালে তাদের কাছ থেকে রামদা, লোহার তলোয়ার, বল্লম, লোহার রড ও শাবল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, অভিযুক্তরা মাছ ধরার নামে নদী ও সাগরে গেলেও, প্রকৃতপক্ষে অন্য জেলেদের নৌযানে হামলা চালিয়ে মাছ, জাল, মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করতেন। এর আগে তারা সন্দ্বীপ, হাতিয়া ও কুমিরা উপকূলে একাধিক ডাকাতির সঙ্গে জড়িত ছিল।

অভিযানের সময় আরও ৮-১০ জন ডাকাত নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে গ্রেপ্তারদের দেওয়া তথ্য অনুযায়ী, সদরঘাটের গোল্ডেন স্টার হোটেলের চতুর্থ তলা থেকে চক্রের মূলহোতা হরি চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়।

নৌ পুলিশের ওসি মিজানুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। চক্রটির বেশ কয়েকজন সদস্যের বাড়ি সন্দ্বীপ এলাকায় বলে নিশ্চিত করেছে পুলিশ।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন