সর্বশেষ

জাতীয়

দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ৭:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের বেশ কয়েকটি অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও হতে পারে মাঝারি মাত্রার ভারী বর্ষণ—জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের একাধিক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এছাড়াও পূর্বাভাসে উল্লেখ করা হয়, সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে সামান্য হ্রাস পেতে পারে, অন্যদিকে দেশের বাকি অংশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সিনপটিক বিশ্লেষণ
আবহাওয়ার সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে জানা গেছে, রাজস্থান ও তৎসংলগ্ন অঞ্চলে অবস্থানরত একটি সুষ্পষ্ট লঘুচাপ দক্ষিণ-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর গুজরাট ও আশপাশের এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে।

এর প্রভাবে মৌসুমি বায়ুর অক্ষ লঘুচাপের কেন্দ্র থেকে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর তুলনামূলকভাবে দুর্বল এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে।

তাপমাত্রা পরিসংখ্যান
গতকাল (শনিবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুমিল্লায়, ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, আজ রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে, ২২.৮ ডিগ্রি সেলসিয়াস।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন