প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জিতে ছুটি কমানোর পরিকল্পনা : উপদেষ্টা

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ৭:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক দুই দিনের ছুটি বহাল রেখেই শিক্ষাপঞ্জিতে অন্যান্য ছুটি কমিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
রোববার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, "সাক্ষরতা অর্জনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো স্কুল। কিন্তু এ লক্ষ্যে পৌঁছাতে গিয়ে আমরা নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হই। স্কুল পর্যায়ে শিক্ষার কার্যকারিতা নিশ্চিত করতে শিক্ষকের ‘কন্ট্রাক্ট আওয়ার’ বা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি শিক্ষকের সময় দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
তিনি আরও বলেন, “বর্তমানে আমাদের বিদ্যালয়গুলো বছরে মাত্র ১৮০ দিন খোলা থাকে, যা ৩৬৫ দিনের তুলনায় অনেক কম। এর মানে, শিক্ষার জন্য পর্যাপ্ত সময় আমরা পাচ্ছি না। এতে শিক্ষার মান উন্নয়নে বাধা তৈরি হচ্ছে। তাই আমরা শিক্ষাপঞ্জির কিছু অপ্রয়োজনীয় ছুটি পুনর্বিন্যাসের কথা ভাবছি।”
সাপ্তাহিক ছুটি একদিনে নামিয়ে আনার পরিকল্পনা আছে কি না—জানতে চাইলে উপদেষ্টা বলেন, “সপ্তাহে দুদিন ছুটি এখনই কমানোর পরিকল্পনা নেই, কারণ এটি শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়ের বিষয় নয়, বরং দেশের সকল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত। তাছাড়া, শিক্ষকরা ‘ভ্যাকেশন ডিপার্টমেন্ট’ হিসেবে বিবেচিত হওয়ায় এর সঙ্গে আর্থিক দিকগুলোও জড়িত।”
তিনি বলেন, “আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে শিক্ষাপঞ্জিতে যে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় ছুটি রয়েছে, তা কিছুটা হ্রাস করা। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
ছুটি কমানোর নির্দিষ্ট দিনগুলো চূড়ান্ত হয়েছে কি না—এমন প্রশ্নে উপদেষ্টা জানান, “এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। সিদ্ধান্ত চূড়ান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে।”
১১৪ বার পড়া হয়েছে