সর্বশেষ

সারাদেশ

বাসায় ঢুকে মাদ্রাসার মুহাদ্দিস ও খতিবকে কুপিয়ে হত্যা

ভোলা প্রতিনিধি
ভোলা প্রতিনিধি

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোলায় এক নির্মম হামলায় মাওলানা আমিনুল ইসলাম হক নোমানী (৪৫) নামের এক মাদ্রাসাশিক্ষক ও খতিব নিহত হয়েছেন।

জমি ও রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উত্তর চর নোয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাওলানা আমিনুল ইসলাম নোমানী ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। পাশাপাশি, তিনি সদর উপজেলার একটি মসজিদের খতিব এবং ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি ও জাতীয় ইমাম সমিতির ভোলা জেলা শাখার সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এশার নামাজ আদায় শেষে রাত সাড়ে ৯টার দিকে নিজ বাসায় ফিরলে ওত পেতে থাকা হামলাকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের সময় মাওলানা আমিনুলের স্ত্রী ও একমাত্র সন্তান ভোলার বাইরে, তজুমদ্দিন ও লক্ষ্মীপুর এলাকায় অবস্থান করছিলেন।

ভোলা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাত মো. হাচনাইন পারভেজ জানান, “ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।”

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

১৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন