সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে প্রতিবেশীর সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম প্রতিনিধি

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ছিট মালিয়ানি এলাকায় নিখোঁজের একদিন পর ৮ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে প্রতিবেশীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিশু মুরসালিন শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর থেকে নিখোঁজ ছিল। পরিবার জানায়, ওই দিন তার বড় ভাইয়ের বিয়ের বিষয়ে আলোচনা চলছিলো। এই সময় প্রতিবেশী যুবক মমিনুল ইসলাম একাধিকবার মুরসালিনকে ঘরে ডেকে নেয়। এরপর থেকেই সে নিখোঁজ হয়।

পরিবারের অভিযোগ, প্রলোভন দেখিয়ে মুরসালিনকে ঘরে নিয়ে বলাৎকারের পর হত্যা করে মরদেহ গোপন করতে সেপটিক ট্যাংকে ফেলে রাখে মমিনুল। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে পুলিশ মমিনুলের মা মহসেনা বেগম, বোন ফাহিমা খাতুন, এবং তাদের পালাতে সহায়তা করার অভিযোগে প্রতিবেশী নজরুল ইসলাম ও তার স্ত্রী মঞ্জু বেগমকে আটক করেছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, মরদেহের গলায় রশির দাগ এবং মুখমণ্ডল ও মলদ্বারে রক্তের চিহ্ন পাওয়া গেছে। শিশুটিকে হত্যার আগে যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শনিবার রাত ১০টার দিকে স্থানীয়রা মমিনুলের বাড়ির পেছনের সেপটিক ট্যাংকে একটি পা দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করে। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত মুরসালিনের বাবা মশিউর রহমান মুছা ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মমিনুল ইসলাম এখনো পলাতক রয়েছে।

এদিকে, ঘটনাস্থলে ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন