সর্বশেষ

সারাদেশ

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা, ১৪৪ ধারা জারি

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ৬:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধের কিংবদন্তি নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে।

শনিবার দিবাগত রাত ১টার দিকে শহরের আকুরটাকুরপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বাসার কর্মচারীদের বরাতে জানা গেছে, হামলার সময় কাদের সিদ্দিকী নিজ বাসায় বিশ্রামে ছিলেন। রাত ১টার দিকে ১০-১৫ জনের একটি মুখোশধারী ও হেলমেট পরা দুর্বৃত্তদল বাসার সামনে ইট-পাটকেল ছোড়ে এবং মই ব্যবহার করে গেট টপকে ভিতরে প্রবেশ করে। তারা বাসার নিচতলায় থাকা দুটি গাড়ি ভাঙচুর করে। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

উল্লেখ্য, কাদের সিদ্দিকীর বাসভবনের নিচতলায় ‘সোনার বাংলা কমিউনিটি সেন্টার’ নামে একটি কমিউনিটি হল রয়েছে, যার ওপরেই তার পারিবারিক বাসা।

ঘটনার পর টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ জানান, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। দ্রুতই দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

এদিকে রোববার কাদের সিদ্দিকীর নির্বাচনী এলাকা বাসাইলে ‘কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধা সমাবেশ’ আয়োজনের কথা ছিল, যেখানে তাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। একই সময়ে ‘ছাত্র সমাজ’-এর ব্যানারে একই স্থানে আরেকটি ছাত্র সমাবেশ আহ্বান করা হয়। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে স্থানীয় প্রশাসন আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাসাইল শহীদ মিনার এলাকা ও তার আশপাশে ১৪৪ ধারা জারি করেছে।

ঘটনার নেপথ্যে রাজনৈতিক উত্তেজনা রয়েছে বলে স্থানীয় পর্যবেক্ষকদের ধারণা।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন