লন্ডনে পার্লামেন্টের সামনে বিক্ষোভ: ৪২৫ বিক্ষোভকারী গ্রেপ্তার

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি।
প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আয়োজিত ওই বিক্ষোভে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে সহিংসতা ছড়িয়ে পড়লে পুলিশ ৪২৫ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়, শনিবার (৬ সেপ্টেম্বর) ‘ডিফেন্ড আওয়ার জুরিস’ নামের প্রচারণা গোষ্ঠীর উদ্যোগে এই বিক্ষোভের আয়োজন করা হয়। আয়োজকদের দাবি অনুযায়ী, প্রায় ১,৫০০ মানুষ এতে অংশ নেন।
বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, “আমি গণহত্যার বিরোধিতা করি। আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি।” তবে এসব প্ল্যাকার্ড বহন করার কারণেও অনেককে গ্রেপ্তার করা হয় বলে অভিযোগ করেছেন আয়োজকরা। সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ (সাবেক টুইটার) সংঘর্ষের একাধিক ভিডিও পোস্ট করেছে ডিফেন্ড আওয়ার জুরিস।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ বিক্ষোভকারীদের উপর অতর্কিতে চড়াও হয় এবং অনেককে মাটিতে ফেলে দেয়। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বিক্ষোভ চলাকালে বেশ কয়েকজন পুলিশ সদস্য আক্রমণের শিকার হন। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পানির বোতল ছুঁড়েছেন, থুতু দিয়েছেন এবং শারীরিক আঘাত করেছেন বলে দাবি পুলিশের।
ব্রিটিশ সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন জানায়, পুলিশ লাঠিচার্জ করলে একজন বিক্ষোভকারীর মুখ থেকে রক্ত ঝরতে দেখা যায়। এসময় কিছু বিক্ষোভকারী ধাক্কা খেয়ে পড়ে যান।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় তদন্ত চলছে। তাদের মধ্যে কেউ কেউ নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন জানিয়েছে এবং পুলিশের উপর হামলা চালিয়েছে বলেও দাবি করেছে তারা।
বিক্ষোভ ও গণগ্রেপ্তারের এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাজ্যে মত প্রকাশের স্বাধীনতা ও আইনশৃঙ্খলা রক্ষার ভারসাম্য নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
১০৯ বার পড়া হয়েছে