সর্বশেষ

সারাদেশ

হরিণাকুণ্ডুতে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ৩:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর মিলন (১৯) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মিলন উপজেলার লক্ষীপূর গ্রামের চাঁদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যায় মিলন মাগরিবের নামাজ পড়তে নিজ বাড়ি থেকে স্থানীয় মসজিদে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তার পরিবার হরিণাকুণ্ডু থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

নিখোঁজের পাঁচদিন পর শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পূর্ব লক্ষীপূর মাঠের একটি হলুদের ক্ষেতে মরদেহের গন্ধ পান একই গ্রামের করিম আলীর ছেলে আব্দুর রহিম। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে সেখানে অর্ধগলিত মরদেহ দেখতে পান তিনি। খবর পেয়ে মিলনের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের পোশাক দেখে তাকে শনাক্ত করেন।

হরিণাকুণ্ডু থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে মিলনের পরিবার অভিযোগ করেছে—তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন