সর্বশেষ

সারাদেশ

ভোলায় মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা, ঘর থেকে মরদেহ উদ্ধার 

ভোলা প্রতিনিধি
ভোলা প্রতিনিধি

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ২:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে নিজ বাড়িতে এক মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত শিক্ষকের নাম আমিনুল হক নোমানী (৪০)। তিনি ভোলা আলিয়া মাদরাসার মুহাদ্দিস এবং সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ছিলেন।

ঘটনাটি ঘটেছে শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে। পুলিশ জানিয়েছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার তার স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান। ঘটনার সময় আমিনুল হক বাড়িতে একা ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে তার ঘর থেকে আকস্মিকভাবে 'বাঁচাও বাঁচাও' চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যান। সেখানে গিয়ে তারা তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন।

তৎক্ষণাৎ স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার আলামত মিলেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

পুলিশ বলছে, হত্যার কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন