ডাকসু নির্বাচন: ৮টি ভোটকেন্দ্রে বুথ সংখ্যা বেড়ে ৮১০

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ২:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ৮টি ভোটকেন্দ্রে আরও ১০০টি বুথ যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে এখন মোট বুথের সংখ্যা দাঁড়িয়েছে ৮১০টিতে।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সব ভোটার নির্ধারিত সময়ের মধ্যে ভোটকেন্দ্রে পৌঁছালে এবং একজন ভোটার গড়ে ১০ মিনিট করে সময় নিলে, বিকেল ৪টার মধ্যেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ করা সম্ভব হবে।
নির্বাচনের দিন ভোটারদের যাতায়াত নিশ্চিত করতে ক্যাম্পাসে চলবে অতিরিক্ত বাস। নিয়মিত শিডিউলের বাইরেও এসব বাস চলবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে ভোটারদের সর্বশেষ বাসের সময় জেনে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে কমিশন।
এছাড়া রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিজ্ঞান অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ভোটারদের জন্য সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।
এর আগে কমিশন ৮টি ভোটকেন্দ্রে ২১০টি অতিরিক্ত বুথ যুক্ত করেছিল, তাতে বুথের সংখ্যা দাঁড়িয়েছিল ৭১০টিতে। সর্বশেষ সংযোজনে মোট বুথ সংখ্যা দাঁড়াল ৮১০।
১১৬ বার পড়া হয়েছে