সর্বশেষ

রাজনীতি

জাকসু নির্বাচনে ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ২:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি (সহ-সভাপতি) পদে সম্প্রীতির ঐক্য প্যানেলের প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

গতকাল (৬ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে জাকসুর গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারা অনুসারে প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমর্ত্য রায় ভোটার ও প্রার্থী হওয়ার জন্য অযোগ্য বিবেচিত হয়েছেন। ফলস্বরূপ, তাকে ভোটার ও প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

জাকসুর গঠনতন্ত্রের ৪ ধারায় বলা হয়েছে, কেবলমাত্র নিয়মিত ও বৈধ শিক্ষার্থীরাই জাকসুর সদস্য হিসেবে বিবেচিত হবেন এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। স্নাতক (সম্মান) পর্যায়ে সর্বোচ্চ ৬ (৪+২) বছর এবং স্নাতকোত্তর পর্যায়ে সর্বোচ্চ ২ (১+১) বছর সময়সীমার মধ্যে যারা অধ্যয়নরত, তারাই ভোটার হতে পারবেন।

তবে বিশেষ বিবেচনায় ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা ৭ বছর (৫+২) এবং চারুকলা বিভাগের শিক্ষার্থীরা ৩ বছর (১.৫+১.৫) সময়সীমার মধ্যে ভোটার হিসেবে বিবেচিত হওয়ার সুযোগ পান।

উল্লেখ্য, অমর্ত্য রায় আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন এবং সম্প্রীতির ঐক্য প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন