আসন্ন জাতীয় নির্বাচন: পুলিশের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ২:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের দক্ষতা ও পেশাদারিত্ব বাড়াতে আজ থেকে শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।
রোববার সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
এই প্রশিক্ষণ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে নির্বাচনকেন্দ্রিক বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।
বাংলাদেশ পুলিশের ১৩০টি ছোট এবং ৪টি বড় প্রশিক্ষণ কেন্দ্র জুড়ে এই কার্যক্রম পরিচালিত হবে। এতে অংশগ্রহণকারীরা নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিতকরণ, জননিরাপত্তা রক্ষা, সহিংসতা প্রতিরোধ ও নির্বাচন সংশ্লিষ্ট আইনি দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশিক্ষণ গ্রহণ করবেন।
এর আগে, গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার পুলিশ সদর দফতরে নির্বাচনি প্রশিক্ষণের মডিউল অনুযায়ী ১৫০ জন পুলিশ সদস্যকে ‘মাস্টার ট্রেইনার’ হিসেবে প্রশিক্ষণ প্রদান করা হয়। পরবর্তী ধাপে দেশের ১৯টি প্রশিক্ষণ কেন্দ্রে আরও ১,২৯২ জন 'ট্রেইনার অব ট্রেইনার্স (টিওটি)' তৈরি করার পরিকল্পনা রয়েছে। এনারাই সারাদেশে মাঠপর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের প্রশিক্ষণ প্রদান করবেন।
পুলিশ সদর দফতর জানিয়েছে, নির্বাচনের সময় উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় বাস্তবভিত্তিক মহড়া ও পরিস্থিতিনির্ভর প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হবে। প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো, অবাধ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ প্রস্তুত রাখা।
১০৭ বার পড়া হয়েছে