সর্বশেষ

রাজনীতি

ডাকসু নির্বাচনের আগের দিন পরিচ্ছন্নতা অভিযানে নামবে ছাত্রদল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ২:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ডাকসু ও হল সংসদ নির্বাচনের ঠিক একদিন আগে ক্যাম্পাসজুড়ে পরিচ্ছন্নতা অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল।

আগামীকাল সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দিনব্যাপী এ কর্মসূচি পালন করবে সংগঠনটি।

ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক ওয়াসি তামিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হল এবং ক্যাম্পাসের বিভিন্ন অঙ্গনে ছাত্রদলের নেতাকর্মীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন। কর্মসূচিকে সফল করতে নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে অংশগ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে।

তবে এই কর্মসূচি নিয়ে উঠেছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রশ্ন। কারণ, ২১ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সেবামূলক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী বা পক্ষ এ সময়সীমার মধ্যে কোনো ধরনের উপহার বিতরণ, অর্থ সহযোগিতা, আপ্যায়ন কিংবা সেবামূলক কর্মকাণ্ড চালাতে পারবে না।

এই অবস্থায় ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি নির্বাচন বিধির সঙ্গে সাংঘর্ষিক কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও ছাত্রদল নেতারা দাবি করছেন, এটি কোনো সেবামূলক কার্যক্রম নয়। বরং নির্বাচনী প্রচারের কারণে ক্যাম্পাসে যে ময়লা-আবর্জনা জমেছে, তা তারা সাংগঠনিকভাবে পরিষ্কার করতে চাচ্ছেন।

উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচন।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন