সর্বশেষ

জাতীয়

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার সকলের জন্য উন্মুক্ত: আতিকুর রহমান রুমন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ২:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার এখন সকলের জন্য খোলা রয়েছে বলে জানিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন।

শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য প্রকাশ করেন। এই সময় তিনি বলেন, অতীতে ক্ষমতাচ্যুত এবং পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা শেরেবাংলা নগরে শহীদ জিয়া’র মাজারে বিএনপি’র নেতাকর্মীদের প্রবেশে বাধা দিতেন। সেখানে গেলে তাদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হতো। তখন নিরাপদে বাড়ি ফিরতে পারতাম না। তবে এখন সেই পরিস্থিতি আর নেই। তিনি বলেন, আমরা চাই- স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে সবাই আসুক, জিয়ার জিয়ারত করুক এবং এটি মানুষের জন্য এক অভয়ারণ্য হয়ে উঠুক।

এছাড়াও আতিকুর রহমান রুমন উল্লেখ করেন, যতদিন না পর্যন্ত কোনও নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে, ততদিন ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে জিয়া উদ্যানের রক্ষণাবেক্ষণ এবং সৌন্দর্যবর্ধনের কাজ অব্যাহত থাকবে।

এদিন দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় এবং জিয়া উদ্যানে বিভিন্ন প্রকার ফুলের চারা রোপণ করা হয়। পাশাপাশি, লেকে শাপলা ফুলের চারা রোপণের মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করা হয়। এই কর্মসূচিতে অংশ নেন ‘আমরা বিএনপি পরিবার’-এর বিভিন্ন নেতাকর্মী।

উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, অন্যান্য সদস্যরা যেমন মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, শাহাদাত হোসেন এবং আরও অনেকে।

এছাড়া উপস্থিত ছিলেন— কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের আহবায়ক মোহাম্মদ আমির হোসেন, সদস্য সচিব মোহাম্মদ বাকি বিল্লাহ, বিএনপি-র ছাত্রদল কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজিব, ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। তারা সবাই মাজার কমপ্লেক্সের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ফুলের চারা রোপণে অংশ নেন।

উল্লেখ্য, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে দীর্ঘদিন ধরে শহীদ জিয়া’র মাজার এলাকা দেখভাল ও সৌন্দর্যবর্ধনের কাজ অব্যাহত রয়েছে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন