সর্বশেষ

আন্তর্জাতিক

সুদানে সোনার খনি ধসে ৬ জন নিহত, নিখোঁজ অন্তত ২০

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ২:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
উত্তর সুদানের নীলনদ রাজ্যের বারবার শহরের পাশ্ববর্তী উম অড এলাকায় সোনার খনি ধসে পড়ার ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনায় এখনো খনির ভেতরে আটকে আছেন প্রায় ২০ জন বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) এই দুর্ঘটনা ঘটে, আর শনিবার (৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে স্থানীয় কর্তৃপক্ষ। খনির নির্বাহী পরিচালক হাসান ইব্রাহিম কারার জানান, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকর্মীদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি ধারণা করছেন, কারিগরি ত্রুটির কারণেই খনিটি ধসে পড়েছে।

সুদানে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের মধ্যেও সোনার খাত হয়ে উঠেছে দুই বিরোধী পক্ষ—সেনাবাহিনী এবং আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্স—এর অর্থ জোগানের অন্যতম উৎস। ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন প্রায় এক কোটি মানুষ।

সংঘাতের মাঝেও দেশটি ২০২৪ সালে রেকর্ড ৬৪ টন সোনা উৎপাদন করেছে। এতে সুদান আফ্রিকার তৃতীয় বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশের অবস্থান ধরে রেখেছে।

এদিকে, চলমান সংঘর্ষে মানবিক সংকটও বেড়েই চলেছে। বহু মানুষ দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, যা বড় পরিসরের বাস্তুচ্যুতি সংকটে রূপ নিয়েছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন