পিএসজি কোচ লুইস এনরিকের সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বিশ্বখ্যাত ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-র কোচ লুইস এনরিকে সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার ঘটে যাওয়া ওই দুর্ঘটনার পর হাসপাতালে নেয়া হলে তার কলারবোন ভাঙার কথা নিশ্চিত হয়, যা মেরামতের জন্য অস্ত্রোপচার করা প্রয়োজন হবে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
পিএসজির একটি অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, ‘লুইস এনরিকেকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। তার কলারবোন ভেঙে গেছে, তাই দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। আমরা তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।’
সুপার কাপ জয়ের পরও হতাশা সইতে হচ্ছে পিএসজি কোচকে
২০২৩ সালে পিএসজির দায়িত্ব নেওয়ার পর থেকেই এনরিকে দলকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তার প্রথম মৌসুমেই ক্লাব জিতেছে লিগ ও কাপ শিরোপা। পরের মৌসুমে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে পিএসজির প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা নিশ্চিত করেন তিনি। এরপর আবারো ট্রেবল জিতে ফরাসি ফুটবলে এক নতুন নজির সৃষ্টি করেছেন। এছাড়াও আগস্টে টটেনহ্যামকে হারিয়ে উয়েফা সুপার কাপ জয় অর্জন করেন।
চলতি মৌসুমেও পিএসজি লিগ ওয়ানে দুর্দান্ত শুরু করেছে; নঁত, আঁজে ও তুলুজের বিরুদ্ধে টানা তিন জয় নিশ্চিত করেছে দল। আন্তর্জাতিক বিরতি শেষে ১৪ সেপ্টেম্বর লিগে লেন্সের মুখোমুখি হবে পিএসজি। এরপর ১৭ সেপ্টেম্বর তাদের ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগ শিরোপা রক্ষার মিশনে নামতে হবে আটালান্টার বিরুদ্ধে।
সবচেয়ে বড় প্রশ্ন এখন হলো—লুইস এনরিকে কি সাইডলাইনে থেকে দলের নেতৃত্ব দেবেন, না পুনর্বাসনে সময় নিতে হবে? এই প্রশ্নের উত্তর শিগগিরই জানা যাবে। ফুটবল বিশ্ব এককভাবে প্রার্থনা করছে দ্রুত সুস্থ হয়ে তিনি মাঠে ফিরুন।
১০৬ বার পড়া হয়েছে