সর্বশেষ

শিক্ষা

একযোগে ৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপায় একযোগে ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে মাদক, বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা।


শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে গ্রীন শৈলকুপা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (জিএসডিএফ)।


জিএসডিএফ-এর সভাপতি ড. মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. গিয়াস উদ্দিন।

প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম। স্বাগত বক্তব্য দেন যশোর সরকারি সিটি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মেজর মো. ইয়ামিন আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বাকী বিল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরিফ উদ্দিন, গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জোয়ার্দার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসাইন মোল্লা, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উপজেলা সভাপতি মো. সাহিদুর রহমান, গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাহার হোসেন ও ম্যানেজিং কমিটির সভাপতি ইনসান কবির।


অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনার আযম খান সরকারি কমার্স কলেজের সহকারী অধ্যাপক শামীমুজ্জামান সবুজ এবং অগ্রণী ব্যাংক প্রধান কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার প্রভাষ কুমার মন্ডল।

আলোচনা সভা শেষে হাকিমপুর ও ধলহরাচন্দ্র ইউনিয়নের ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৭ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।

২০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন