সারাদেশ
ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার মাঠপাড়া এলাকা থেকে ২,০৪০ পিস ইয়াবাসহ অন্তর মণ্ডল (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শৈলকুপায় দুই হাজারের বেশি ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

এইচ এম ইমরান, ঝিনাইদহ
শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার মাঠপাড়া এলাকা থেকে ২,০৪০ পিস ইয়াবাসহ অন্তর মণ্ডল (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক অন্তর মণ্ডল মাঠপাড়া গ্রামের রশিদ মণ্ডলের ছেলে। তার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ইয়াবা ছাড়াও মাদক বিক্রির নগদ ২,৮৯০ টাকা এবং খুচরা বিক্রয়ের জন্য প্রস্তুত ৭ বান্ডেল জিপার পলিপ্যাক উদ্ধার করে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, “আটককৃত অন্তরের ঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে জেলহাজতে পাঠানো হবে।”
পুলিশ জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে অন্তরের বিরুদ্ধে। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।
১৫৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর