আওয়ামী লীগ ফ্যাসিস্টদের প্রতিহত করতে হবে: ড. ফরহাদ

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইল-২ আসনে আগাম নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে গণসংযোগ ও দলীয় সভায় অংশ নিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর চেয়ারম্যান এবং জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন যুবদল কার্যালয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“সব দল থেকে আওয়ামী লীগ ফ্যাসিস্টদের প্রতিহত করতে হবে। যেন তারা আর কোনো দলে অনুপ্রবেশ করতে না পারে। এবার নির্বাচন আগের মতো পাতানো হবে না।”
ড. ফরহাদ অভিযোগ করেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নড়াইল-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও নিজের ভোট দিতে পারেননি। তিনি আশাবাদ ব্যক্ত করেন,
“এইবার জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং ইনশাআল্লাহ বিএনপি বিজয়ী হবে।”
তিনি আরও জানান, আসন্ন সংসদ নির্বাচনে যদি দলীয় মনোনয়ন পান, তবে তুলারামপুর ইউনিয়ন থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
সভায় সভাপতিত্ব করেন তুলারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী মোল্যা। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, ইউনিয়ন বিএনপির সহসভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, বিএনপি নেতা দেলোয়ার হোসেনসহ আরও অনেকে।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনপিপির জেলা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, প্রেসিডিয়াম সদস্য কাজী শওকত আলী, নেতা হাফিজুর রহমান ও মোল্ল্যা বদিয়ার রহমান।
সভা শেষে ড. ফরহাদ তার নির্বাচনী এলাকার বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় গণসংযোগ করেন। তিনি আউড়িয়া ইউনিয়নের মাদরাসা বাজার, মালিবাগ মোড়, নড়াইল চৌরাস্তা, পুরাতন বাস টার্মিনাল, মুচির পোল, তুলারামপুর হাট, মাইজপাড়া, চারিখাদা ও শাহাবাদ বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন।
১১০ বার পড়া হয়েছে