টাঙ্গুয়ার হাওর পরিদর্শনকালে ৫ জনকে আটকের নির্দেশ উপদেষ্টার

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক ও আশপাশের বিভিন্ন হাওর ও নদী পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
পরিদর্শনের সময় নদীতে অবৈধ ভাবে বাধা সৃষ্টি করে মাছ আহরণের অভিযোগে ৫ জনকে আটক করার নির্দেশ দেন তিনি।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলার ভরত খাল নদীতে মাছ আহরণের সময় বাধা সৃষ্টির ঘটনায় এই নির্দেশনা দেন উপদেষ্টা ফরিদা আখতার। এর পর তাহিরপুর থানা পুলিশ তাদের আটক করে।
আটকরা হলেন বাদাঘাট ইউনিয়নের পাতারগাও গ্রামের পাঠান মিয়া (৩৪), আবু বক্কর (২৫), আলীনুর (২৭) ও নুর আহমদ। আরেকজনের নাম এখনও জানা যায়নি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, “মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার টাঙ্গুয়ার হাওরসহ বিভিন্ন হাওর ও নদী পরিদর্শনকালে নদীতে অবৈধ ভাবে মাছ আহরণের অভিযোগে ৫ জনকে আটক করার নির্দেশ দেন। আমরা তাদের আটকের পর থানায় নিয়ে এসেছি।”
এ সময় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ আব্দুর রউফ, যুগ্মসচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুরসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১২০ বার পড়া হয়েছে