সর্বশেষ

আন্তর্জাতিক

ভারতকে ক্ষমা চাইতে হবে, নয়তো ৫০ শতাংশ শুল্ক : যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ৭:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ না করলে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক।

একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তিতে পৌঁছাবে।

মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে লুটনিক বলেন, "আমার বিশ্বাস, ভারত শিগগিরই বলবে—আমরা ক্ষমা চাইছি—এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে চুক্তির চেষ্টা করবে।"

লুটনিক ভারতের বর্তমান অবস্থানকে ‘আস্ফালন’ হিসেবে বর্ণনা করে বলেন, "সবচেয়ে বড় ক্লায়েন্টের সঙ্গে লড়াই করা একরকম ভালো লাগতে পারে, কিন্তু বাস্তবতা হলো, নিজেদের অর্থনৈতিক স্বার্থেই শেষ পর্যন্ত ভারত যুক্তরাষ্ট্রের দিকেই ফিরবে।"

তিনি আরও বলেন, ভারত যদি তাদের বাজার উন্মুক্ত না করে, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করে এবং ব্রিকস থেকে বেরিয়ে না আসে, তাহলে সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত হবে। কিন্তু এমন সিদ্ধান্ত নিলে তার পরিণতির জন্যও ভারতকে প্রস্তুত থাকতে হবে।

এর একদিন আগে ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “মনে হচ্ছে, আমরা ভারত ও রাশিয়াকে গভীর অন্ধকার চীনের কাছে হারিয়ে ফেলেছি। আমি তিন দেশেরই সাফল্য কামনা করি।”

ট্রাম্পের এই পোস্টের পরপরই হাওয়ার্ড লুটনিক ভারত প্রসঙ্গে তার কড়া অবস্থান তুলে ধরেন এবং যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন।

সাক্ষাৎকারে লুটনিক আরও বলেন, “যদি ভারত রাশিয়া ও চীনের সঙ্গে যুক্ত থাকার পথ বেছে নেয়, সেটা তাদের ব্যাপার। কিন্তু যদি তারা যুক্তরাষ্ট্রের বাজার চায়, তাহলে ডলারকে সমর্থন করুন, যুক্তরাষ্ট্রকে সমর্থন করুন—আপনার সবচেয়ে বড় গ্রাহককে সমর্থন করুন। নয়তো ৫০ শতাংশ শুল্কের জন্য প্রস্তুত থাকুন। তারপর দেখা যাবে এই লড়াই কতদিন স্থায়ী হয়।”

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন