গোয়ালন্দে পুলিশের ওপর হামলা : ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ৭:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরিফে হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও সম্পত্তি নষ্টের অভিযোগে একটি মামলা দায়ের করেছে পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম মোল্লা বাদী হয়ে মামলাটি করেন। এতে অজ্ঞাতনামা ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার জনকে আসামি করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
থানা পুলিশ জানায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ‘ইমান আকিদা রক্ষা কমিটি’ নামের একটি সংগঠনের ব্যানারে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মুক্তিযোদ্ধা শহীদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাবে এক বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা নুরাল পাগলার দরবারের দিকে রওনা দিলে পুলিশ ও প্রশাসন বাধা দেওয়ার চেষ্টা করে।
এ সময় উত্তেজিত জনতা গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি গাড়ি, অতিরিক্ত পুলিশ সুপার ও থানা পুলিশের ওসির গাড়িতে ভাঙচুর চালায়। হামলায় পাঁচ পুলিশ সদস্যসহ প্রশাসনের দুইজন আহত হন।
বিক্ষোভকারীরা পরে দরবার শরিফের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে তারা নুরুল হকের কবর থেকে লাশ উত্তোলন করে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় এনে পুড়িয়ে দেয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, ঘটনার ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণ যাচাই করে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
১২২ বার পড়া হয়েছে