সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে বিষাক্ত মদপানে প্রাণ গেল ৪ জনের, হাসপাতালে ৩

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ প্রতিনিধি

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিষাক্ত মদপানে চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত সময়ে তারা মারা যান।

এছাড়া অসুস্থ অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া গ্রামে মতি বেপারীর বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে মদপানের আয়োজন করা হয়। সেখানেই বিষাক্ত বা অতিমাত্রায় মদপান করায় অনেকে অসুস্থ হয়ে পড়েন।

মৃতরা হলেন—কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) এবং মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)।
অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন—রহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) এবং সিজান বেপারী (২৬)।

কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান বলেন, “স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, তারা সবাই গায়ে হলুদের অনুষ্ঠানে মদপান করেছিলেন। এরপর অসুস্থ হয়ে পড়লে চারজনের মৃত্যু হয়।”

তবে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, এ বিষয়ে এখনও তাদের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য আসেনি।

স্থানীয়দের দাবি, বিষাক্ত বা অতিমাত্রায় মদপানের কারণেই এ মৃত্যুর ঘটনা ঘটেছে। ইতোমধ্যে মৃতদের জানাজা সম্পন্ন হয়েছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন