কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ, গুলিবিদ্ধ ২

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ২:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার রাতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন রাহুল (২২) ও মনির (২৫) নামে দুই যুবক।
বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, রাত পৌনে ৯টার দিকে পথচারীরা গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিকভাবে জানা গেছে, রাতের বিক্ষোভ কর্মসূচির সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে একজনের ডান হাতে ও আরেকজনের বাম হাতে গুলি লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার পরপরই বিক্ষোভকারীদের একটি দল জাতীয় পার্টির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় এবং পরে অগ্নিসংযোগ করে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এর ফলে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
উল্লেখ্য, এর আগেও গত ৩০ আগস্ট সন্ধ্যায় একই কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল।
১০৬ বার পড়া হয়েছে