স্বাধীনতাবিরোধী শক্তির পুনরুত্থান ঘটছে: শেখ সাদী

শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান মো. শেখ সাদী বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পূর্ণ হলো।
এই স্বাধীনতা অর্জনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে, এর পর থেকেই বিভিন্ন বিরোধী ও চক্রান্তকারী শক্তির সক্রিয়তা দেখা গেছে। স্বাধীনতার পর যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সেই স্বাধীনতাবিরোধী শক্তি আবারও সক্রিয় হয়ে উঠেছে।’
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ সাদী বলেন, ‘আমাদের দুই লাখ মা-বোনের সম্মান ও ৩০ লাখ শহীদের আত্মত্যাগের ফলস্বরূপ অর্জিত এই স্বাধীনতা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে, এই নির্বাচন সহজে সম্পন্ন হবে না। এর পিছনে নানা চক্রান্তের ষড়যন্ত্র চলছে। সুতরাং, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, যেন এই চক্রান্তকারীরা সফল হতে না পারে।’
প্রবীণ বিএনপি নেতা নুরুল ইসলাম আনসার প্রামানিকের সভাপতিত্বে এই সম্মেলন উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
এছাড়াও, সম্মেলনে বিভিন্ন পর্যায়ের উপজেলা বিএনপির নেতারা বক্তব্য প্রদান করেন।
১১৩ বার পড়া হয়েছে