সর্বশেষ

আন্তর্জাতিক

মুম্বাইয়ে ‘হিউম্যান বোমা’ হামলার হুমকি, নিরাপত্তা জোরদার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫ ২:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন ‘লস্কর-ই-জিহাদি’র নামে ভয়াবহ হামলার হুমকি পাওয়ার পর মুম্বাইজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শুক্রবার মুম্বাই ট্রাফিক পুলিশের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো একটি বার্তায় দাবি করা হয়, শহরের বিভিন্ন এলাকায় ৩৪টি গাড়িতে ‘হিউম্যান বোমা’ বসানো হয়েছে এবং বিস্ফোরণে ব্যবহারের জন্য ৪০০ কেজি আরডিএক্স মজুত রয়েছে।

বার্তাটিতে আরও উল্লেখ করা হয়, ইতোমধ্যেই ১৪ জন পাকিস্তানি জঙ্গি ভারতে প্রবেশ করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ। পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, "আমরা হুমকির প্রতিটি দিক গভীরভাবে যাচাই করছি। নিরাপত্তা ব্যবস্থা শহরজুড়ে জোরদার করা হয়েছে।"

নাগরিকদের উদ্দেশে পুলিশ সতর্ক বার্তা দিয়ে জানিয়েছে, কোনো ধরনের গুজবে কান না দেওয়ার পাশাপাশি সন্দেহজনক কিছু চোখে পড়লে তা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, শনিবার (অনন্ত চতুর্দশী) গণেশ বিসর্জন উপলক্ষে মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় লাখো মানুষের সমাগম হওয়ার কথা রয়েছে। বিশেষ করে লালবাগচা রাজাসহ শহরের প্রধান পূজামণ্ডপগুলোতে ভক্তদের ভিড় লক্ষ করা যাচ্ছে। এই উপলক্ষে আগেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল, তবে নতুন করে হুমকি আসার পর সেই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন