সর্বশেষ

জাতীয়

পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা টেন্ডার বাতিল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫ ৬:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা সরবরাহে ব্যাপক অনিয়মের অভিযোগে পাঁচ বছর মেয়াদি টেন্ডার বাতিলের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডকে (আরএনপিএল) দ্রুত নতুন টেন্ডার আহ্বান করার নির্দেশ দেওয়া হয়েছে, যার মেয়াদ হবে সর্বোচ্চ দুই বছর।

বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় জানানো হয়েছে, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি আহ্বানকৃত কয়লা সরবরাহের দরপত্রে কারিগরি ও আর্থিক মূল্যায়ন পর্যায়ে অনিয়ম ধরা পড়ায় তা বাতিল করা হচ্ছে। ৭ আগস্ট জারি করা এই নির্দেশে বলা হয়, দরপত্রের শর্তাবলিতে একক প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়া হয়েছিল, যা প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার পরিপন্থী।

তদন্তে উঠে এসেছে, দরপত্রের কিছু শর্ত ছিল এমনভাবে নির্ধারিত, যা শুধুমাত্র সিঙ্গাপুরভিত্তিক ইয়ংটাই এনার্জি প্রাইভেট লিমিটেডকে যোগ্যতা অর্জনের সুযোগ দেয়। ২০২৪ সাল থেকে একাধিকবার আহ্বান করা দরপত্রেও প্রতিষ্ঠানটি একমাত্র উপযুক্ত দরদাতা হিসেবে উঠে আসে।

এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, "কয়লা সরবরাহে প্রতিযোগিতার অভাব হলে দাম বাড়বে, যার প্রভাব পড়বে বিদ্যুতের ওপর। তাই কম সময়ের চুক্তি দিলে ছোট সরবরাহকারীরাও অংশ নিতে পারবে।"

এর আগে, চলতি বছরের ১১ জুলাই টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যুৎ সচিব, আরএনপিএল, উপদেষ্টার দপ্তর এবং বিপিডিবি চেয়ারম্যানকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন