যুক্তরাষ্ট্র থেকে আরও ৩০ বাংলাদেশি দেশে ফিরলেন

শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫ ৬:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে দেশটির প্রশাসন ফেরত পাঠিয়েছে আরও ৩০ জন বাংলাদেশিকে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ২৯ জন পুরুষ ও একজন নারী রয়েছেন।
এই দফায় কাউকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দেখা যায়নি। তাদের অনেকেই মুখ খুলতে অনিচ্ছুক ছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসনবিরোধী নীতি আরও কড়াকড়ি হওয়ায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে। এর আগেও তিন দফায় ১৮৭ জন বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও, কড়াকড়ি অভিবাসন নীতির কারণে অনেককেই হতাশ হয়ে দেশে ফিরতে হচ্ছে। অভিবাসন বিশ্লেষকরা বলছেন, নিরাপদ ও বৈধ উপায়ে বিদেশ গমন নিশ্চিত না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।
১২২ বার পড়া হয়েছে