আন্তর্জাতিক
ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গাজা উপত্যকায় মাত্র ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭৫ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে শুধু গাজা সিটিতেই ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরো ৭৫ নিহত

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫ ৬:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গাজা উপত্যকায় মাত্র ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭৫ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে শুধু গাজা সিটিতেই ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আলজাজিরার বরাতে জানা যায়, উত্তর গাজার প্রধান নগর কেন্দ্র গাজা সিটিতে ইসরায়েলের বিমান ও স্থল হামলা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাতে টানা বোমাবর্ষণে সেখানে নিহত হন অন্তত ১৮ জন, যাদের মধ্যে সাতজন শিশু রয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলমান এই সংঘাতে নিহতদের অন্তত ৩০ শতাংশই শিশু। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর গড়ে প্রতিদিনই ২৮ জন শিশু প্রাণ হারাচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় মোট ৬৪,২৩১ জন নিহত এবং অন্তত ১,৬১,৫৮৩ জন আহত হয়েছেন।
আন্তর্জাতিক মহলে ক্রমবর্ধমান হতাহতের সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়লেও, এখনো পর্যন্ত সংঘাত বন্ধে কার্যকর কোনও পদক্ষেপ দেখা যায়নি।
১১১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর