লোহাগড়ায় নারীদের ব্লক বাটিক প্রশিক্ষণের সমাপ্তি ও সনদ বিতরণ

বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ ৯:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়ায় আয়োজিত পাঁচ দিনব্যাপী আইজিএ ব্লক বাটিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৫ জন নারীকে সনদ প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) সকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
প্রশিক্ষণটি আয়োজন করে নড়াইল জেলা সমবায় কার্যালয় এবং বাস্তবায়ন করে লোহাগড়া উপজেলা সমবায় কার্যালয়।
প্রধান অতিথির বক্তব্য:
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
সভায় সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা সমবায় কর্মকর্তা (অ.দা.) আব্দুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন:
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস. এম. হায়াতুজ্জামান
বাংলাদেশ ওয়াশ প্রোজেক্টের সিনিয়র কর্মকর্তা তানজিন মাহমুদ
মিতালী কিন্ডারগার্টেনের পরিচালক ও প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিন
সমবায় অফিসের পরিদর্শক মো. আলমগীর হোসেন
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন নারীর হাতে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক।
দুঃস্থদের মাঝে টিউবওয়েল বিতরণ
একই দিন সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ওয়াশ প্রোজেক্টের উদ্যোগে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৭৫টি টিউবওয়েল বিতরণ করা হয়। এর মধ্যে ৬৫টি সাধারণ টিউবওয়েল ও ১০টি ডিপ টিউবওয়েল ছিল।
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে এসব টিউবওয়েল হস্তান্তর করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন:
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস. এম. হায়াতুজ্জামান
মিডিয়া কর্মকর্তা কমলজিৎ পাল শাওন
স্থানীয় প্রতিনিধি স্বরূপ বিশ্বাস
ওয়াশ ফাউন্ডেশন, গুলশান-১ এর প্রতিনিধি ও অন্যান্য কর্মকর্তারা।
১২৮ বার পড়া হয়েছে