সর্বশেষ

সারাদেশ

খাগড়াছড়িতে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আল-মামুন, খাগড়াছড়ি
আল-মামুন, খাগড়াছড়ি

বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ ৯:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘জশনে জুলুছ’ সফলভাবে আয়োজনের লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে আহলে সুন্নাত ওয়াল জামা'আত খাগড়াছড়ি জেলা শাখা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি কাজী মাওলানা মো. আবু তাহের আনছারী।
এতে আরও উপস্থিত ছিলেন—সাধারণ সম্পাদক সাজেদ মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি আবদুর রব রাজা, সহ-সভাপতি মাওলানা সালাউদ্দিন আল কাদেরী, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন নেতারা। তারা বলেন, এই দিনটি বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন হিসেবে মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ। তাই শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন সফল করতে গণমাধ্যমকর্মীদের সহায়তা প্রয়োজন।

নেতারা জানান,
আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৮:৩০টায় খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জমায়েতের মাধ্যমে জশনে জুলুছ শুরু হবে।
জুলুছটি শাপলা চত্বর, আদালত সড়ক, সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ হয়ে আবার শাপলা চত্বর ও চেঙ্গি স্কয়ার ঘুরে মূল মঞ্চে এসে শেষ হবে।

জশনে জুলুছ শেষে সেখানে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, মিলাদ শরীফ ও বিশেষ দোয়া-মোনাজাত।

মতবিনিময় সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

২৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন