শার্শা সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় তিন বাংলাদেশি আটক

বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর পশ্চিমপাড়া সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার ভোরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবির সদস্যরা।
আটককৃতরা হলেন যশোর সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের মৃত পাগল চাঁদের ছেলে খোকন বিশ্বাস (৫৬), যশোরের কামালপুর গ্রামের আশুতোষ গনেশের ছেলে অসীম কুমার দত্ত (৫০), এবং খুলনা সদর উপজেলার স্যার ইকবাল রোড এলাকার হরিপদ ঘোষের ছেলে উমা প্রসাদ ঘোষ (৫৬)।
বিজিবির খুলনা-২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার (পিবিজিএম, পিএসসি) গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস অভিযানিক দল রুদ্রপুর পশ্চিমপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে তিন বাংলাদেশিকে আটক করে।
অভিযানকালে তাদের কাছ থেকে ৬৮৫ টাকা বাংলাদেশি মুদ্রা, ১,৭৪০ রুপি ভারতীয় মুদ্রা এবং তিনটি মোবাইল ফোন (দুটি স্মার্টফোন ও একটি বাটন ফোন) জব্দ করা হয়।
পরে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাদের মালামালসহ শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি তৎপরতা জোরদার করেছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো হয়েছে এবং স্থানীয় জনগণকে সচেতন করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
১৪০ বার পড়া হয়েছে